IELTS ছাড়া ইতালি স্টুডেন্ট ভিসা হয় তবে এক্ষেত্রে আপানার MOI সার্টিফিকেট থাকতে হবে। MOI সার্টিফিকেট দিয়ে আপনি কয়েকটি দেশে IELTS ছাড়াই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এটি ডিপেন্ড করে অনেক কন্ডিশনের উপরে।
IELTS ছাড়া যারা ইতালির স্টুডেন্ট ভিসার আবেদন করতে পারবেন
যারা মাস্টার্সের শিক্ষার্থী তারা IELTS ছাড়াও কিছু কিছু নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।
HSC/SSC যারা কমপ্লিট করেছেন তাদের অবশ্যই IELTS লাগবেই নয় করতে পারবেন না আবেদন।
এখানে বলে রাখা ভালো যে, ইতালির সব বিশ্ববিদ্যালয় আপানাকে IELTS ছাড়া আবেদন করতে দিবে আবার অনেক সময় MOI সার্টিফিকেট দিয়েও গ্রহণযোগ্য হয় না। এক্ষেত্রে শুধুমাত্র বাছাইকৃত বিশ্ববিদ্যালয় গুলতে আবেদন করতে পারবেন।
IELTS ছাড়া MOI দিয়ে যেসকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে
List of Italian Universities
Famous For
Possible Acceptance Rate
1. The Polytechnic University of Milano
Engineering Department
15%
2. Sapienza University of Rome
All Programs
45%
3. University of Naples
Business Management
45%
4. University of Brescia
Medical and Engineering
65%
5. University of Turin
Masters and PhD
50-60%
6. University of Genoa
Medical, Chemistry, Electrical Engineering
45%
7. University of Padua
Biological and Geological
30-40%
8. University of Pisa
Engineering Department
30%
9. University of Bologna
Law, Medical and Biology
60%
10. University of Trento
Masters and PhD
40-50%
এই লিস্টে থাকা বিশ্ববিদ্যালয় গুলো খুবই জনপ্রিয়। আপনার যদি MOI সার্টিফিকেট থাকে তাহলে আবেদন করতে পারেন । তবে আমাদের পরামর্শ হল আপনার যদি IELTS থাকে তাহলে খুব সহজেই আপ্লিকেশন লেটার গ্রহণযোগ্য হবে।
Leave a Reply