IELTS ছাড়া ইতালি স্টুডেন্ট ভিসা ও বিশ্ববিদ্যালয়ের তালিকা

IELTS ছাড়া ইতালি স্টুডেন্ট ভিসা হয় তবে এক্ষেত্রে আপানার MOI সার্টিফিকেট থাকতে হবে। MOI সার্টিফিকেট দিয়ে আপনি কয়েকটি দেশে IELTS ছাড়াই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এটি ডিপেন্ড করে অনেক কন্ডিশনের উপরে।

IELTS ছাড়া যারা ইতালির স্টুডেন্ট ভিসার আবেদন করতে পারবেন

  • যারা মাস্টার্সের শিক্ষার্থী তারা IELTS ছাড়াও কিছু কিছু নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।
  • HSC/SSC যারা কমপ্লিট করেছেন তাদের অবশ্যই IELTS লাগবেই নয় করতে পারবেন না আবেদন।

এখানে বলে রাখা ভালো যে, ইতালির সব বিশ্ববিদ্যালয় আপানাকে IELTS ছাড়া আবেদন করতে দিবে আবার অনেক সময় MOI সার্টিফিকেট দিয়েও গ্রহণযোগ্য হয় না। এক্ষেত্রে শুধুমাত্র বাছাইকৃত বিশ্ববিদ্যালয় গুলতে আবেদন করতে পারবেন।

IELTS ছাড়া MOI দিয়ে যেসকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে

List of Italian UniversitiesFamous ForPossible Acceptance Rate
1. The Polytechnic University of MilanoEngineering Department15%
2. Sapienza University of RomeAll Programs45%
3. University of NaplesBusiness Management45%
4. University of BresciaMedical and Engineering65%
5. University of TurinMasters and PhD50-60%
6. University of GenoaMedical, Chemistry, Electrical Engineering45%
7. University of PaduaBiological and Geological30-40%
8. University of PisaEngineering Department30%
9. University of BolognaLaw, Medical and Biology60%
10. University of TrentoMasters and PhD40-50%

এই লিস্টে থাকা বিশ্ববিদ্যালয় গুলো খুবই জনপ্রিয়। আপনার যদি MOI সার্টিফিকেট থাকে তাহলে আবেদন করতে পারেন । তবে আমাদের পরামর্শ হল আপনার যদি IELTS থাকে তাহলে খুব সহজেই আপ্লিকেশন লেটার গ্রহণযোগ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *