- সিঙ্গাপুর স্কিল করতে ২/৩/৬ মাস বা কাজ বিশেষ কম বেশি হতে পারে।
- স্কিল ছাড়া ভালো কাজের ওয়ার্ক পার্মিট পাওয়া যায় না।
- স্কিল থাকলে ভালো বেতনের চাকরি পাওয়া যায়।
- স্কিল এর বেতন ১ লাখ থেকে ১০ লাখ বা কমবেশি হতে পারে।
সিঙ্গাপুর স্কিল করে যেতে পারলে অনেক লাভবান হওয়া যায়। তাই সবাই চায় স্কিল করে সিঙ্গাপুর যাওয়ার জন্য। তবে স্কিল করতে অনেক সময় এবং টাকার প্রয়োজন হয়। চলুন দেখে নেয় যাক সিঙ্গাপুর এর স্কিল খরচ।
মূলত ট্রেনিং সেন্টার এর উপর নির্ভর করে স্কিল খরচ। তবে ৪ লাখ থেকে ১০ লাখের মধ্যে স্কিল খরচ হয়।
এই রেট সবসময় এক থাকে না, কম বেশি হয় । মূলত যেন একটি আইডিয়া নিয়ে রাখতে পারেন, এই জন্য এই তথ্যটি তুলে ধরা হল । একটি ভেরিফাইড সোর্স থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে ।
বাংলাদেশে অনেক সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার রয়েছে। আপনি চাইলে এদের সাথে সরাসরি দেখা বা ফোনে যোগাযোগ করে সঠিক তথ্যটিও পেতে পারেন ।
ট্রেড লিস্ট–
- FPC- Fibrous Plaster Ceiling
- CI- Cladding Installation
- EAF- Enhance Aluminium Formwork
- TI- Thermal Insulation
- CWI-Curtainwall Installation
- SCIA- Suspended Ceiling Installation Acoustical
সিঙ্গাপুর এর খরচ নিয়ে আরও কিছু তথ্য–
প্রশ্ন: সিঙ্গাপুর যেতে চাই কোথায় যোগাযোগ করবো আর কিভাবে যাওয়া যায়?
উত্তর : সিঙ্গাপুরে ২ ভাবে যাওয়া যায়- ১। আন স্কিল ২। স্কিল করে
আপনি যদি আন স্কিলে যেতে চান তাহলে ভালো কোনো এজেন্ট অথবা আপনার পরিচিত কেউ সিঙ্গাপুর থাকে তার সাথে যোগাযোগ করে যেতে পারেন।
২. স্কিলে করে গেলে স্কিল সেন্টারে ভর্তি হয়ে ট্রেনিং করে পরিক্ষা দিয়ে পাশ করে যেতে হবে।
প্রশ্ন: সর্বনিম্ন কত টাকা খরচ হবে?
- স্কিল করে গেলে ১০+ লাখ
- আর আন স্কিলে গেলে ৭+ লাখ লাগবে।
Leave a Reply