MOI এর পূর্নরূপ হল Medium of Instruction। এটা এক ধরণের Language Proficiency Certificate. Medium of Instruction (MOI) মিডিয়ায় ইন্সট্রাকশন সার্টিফিকেট হচ্ছে আপনার বাচেলর/বিএসসি/বিবিএ পড়াশোনার মাধ্যম যে ইংরেজীতে ছিলো সেটার প্রত্যয়ন/প্রমানপত্র /সার্টিফিকেট।
MOI সার্টিফিকেট কি কাজে লাগে?
MOI certificate বাহিরের দেশের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ আবেদনের সময় লাগে। MOI certificate থাকে IELTS এর দরকার হয় না। অনেক দেশের ভার্সিটি শুধু MOI certificate হলেই পড়াশোনার জন্য এপ্লিকেশন গ্রহণ করে।
MOI সার্টিফিকেট কিভাবে পাওয়া যায়?
ভার্সিটিতে MOI এর জন্য এপ্লিকেশন করতে হবে। ভার্সিটি থেকে একটি ফর্ম নিয়ে সঠিক তথ্যদিয়ে পূরণ করতে হবে এবং এটি সার্টিফিকেট সেকশনে জমা দিতে হবে। এটির জন্য জন্য খরচ ৫০০-১০০০ টাকা হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে ভার্সিটি থেকে ১৫ দিনের মধ্যে এই সার্টীফিকেট হাতে পেয়ে যাবেন।
MOI দিয়ে যে দেশগুলোতে যাওয়া যায়
USA, UK, FRANCE সহ বেশ কয়েকটি দেশে এই certificate দিয়ে Master’s Degree এর জন্য Apply করা যায়। অ্যাপ্লাই করার সময় Language Proficiency যেমন IELTS, GRE, GMAT, TOEFL, PTE, DTE এগুলোর প্রয়োজন নেই।
আপনি আমাদের এই আর্টিকেলটি পড়লে Ielts ছাড়া কোন কোন দেশে যাওয়া যায় আরও তথ্য জানতে পারবেন।
Leave a Reply