বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বের হচ্ছে। যাদের স্বপ্ন বিদেশে গিয়ে মাস্টার্স কমপ্লিট করবে। এবং অধিকাংশ শিক্ষার্থী জানেন না, বিদেশে মাস্টার্স করতে কত টাকা লাগে বা যোগ্যতা কেমন। এখানে বিস্তারিত আলোচনা করবো।
বিদেশে মাস্টার্স করতে কত টাকা লাগে?
আসলে এটি ডিপেন্ট করবে আপনি কোন দেশে স্কলার নিয়ে পড়তে যাবেন। নিচে কয়েকটি দেশের আনুমানিক হিসাব দেয়া হল এখান থেকে আপনি একটি ধারণা নিচে পারবেন।
দেশের নাম | খরচ |
জার্মানি | জার্মানিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ সাধারণত প্রতি মাসে ৭২৫ ইউরো মতো হয়ে থাকে। |
ফ্রান্স | মাস্টার লেভেলে বছরে খরচ হতে পারে ৩ হাজার ৭৭০ ইউরো । জীবনযাত্রার জন্য দেশটির অভিজাত শহরগুলো বাদ দিয়ে ছোট শহর বেছে নিলে ৬৫০ ইউরোর কমে থাকা যাবে। |
পোল্যান্ড | বাইরের শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ এখানে প্রতি মাসে ৩৫০ থেকে ৫৫০ ইউরো। শহর ভেদে এই বাজেটের তারতম্য ঘটে থাকে। |
গ্রিস | এখানে বছরে ৬০০ ইউরো থেকে ১৫০০ ইউরোর মধ্যে বেশকিছু কোর্স অফার করে। |
স্পেন | বছরে এক থেকে তিন হাজার ডলার খরচ করলেই এখানের পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারবেন আপনি। |
তুরস্ক | একজন শিক্ষার্থীকে সাধারণত প্রতি শিক্ষাবর্ষে ১০০ থেকে ৪ হাজার ইউরোর মতো খরচ করতে হয়। অন্যান্য দেশের তুলনায় সাশ্রয়ী তুরস্কে একজন বিদেশি শিক্ষার্থী প্রতি মাসে ৪০০ থেকে ৬৫০ ইউরো খরচ করে থাকতে পারেন। |
অস্ট্রিয়া | প্রতি মাসে ৯০০ থেকে ১ হাজার ৩০০ ইউরোয় ভিয়েনা ও সালজবার্গে আবাসন, খাবার, সামাজিক কর্মসূচি ও গণপরিবহণসহ সব খরচ মেটানো যেতে পারে। |
ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এই পাঁচ দেশে বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা বর্তমানে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।এই দেশগুলতে মূলত ভাষাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই দেশগুলোতে ফ্রি স্কলার পাওয়ার অনেক বেশি সুযোগ থাকে।
বিভিন্নদেশের পড়াশোনার বার্ষিক খরচের হিসাব
বিদেশে পড়াশোনার খরচের একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য, এখানে কিছু উদাহরণ দেওয়া হল:
বিদেশে পড়াশোনার খরচ কমানোর কিছু উপায়
- বৃত্তি বা অনুদানের জন্য আবেদন করা। অনেক বিশ্ববিদ্যালয় এবং সরকারী সংস্থা বিদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তি বা অনুদান প্রদান করে।
- কম খরচে বিশ্ববিদ্যালয় বা কোর্স নির্বাচন করা।
- স্থানীয় বা বন্ধুদের সাথে থাকা।
- নিজের খাবার রান্না করা।
- পাবলিক পরিবহন ব্যবহার করা।
তথ্যসূত্রঃ
Leave a Reply