ইতালি যাওয়ার জন্য যাদের ফ্যামিলি সার্টিফিকেট প্রয়োজন তাদের জন্য সু সংবাদ। ফ্যামিলি সার্টিফিকেট ফরমেট এখান থেকে দেখে নিতে পারবেন। PDF ফাইল এবং MS Word ফরমেটের ফাইল এখানে দেয়া হয়েছে। বাংলাদেশে এই সার্টিফিকেট পারিবারিক সনদ নামেও পরিচিত।
ফ্যামিলি সার্টিফিকেট কি?
ফ্যামিলি সার্টিফিকেট একটি সরকারি সনদ। বিভিন্ন কাজে পরিবারের সদস্য হিসেবে নিজেকে প্রমান করার জন্য এই সনদপত্রের প্রয়োজন হয়।
ফ্যামিলি সার্টিফিকেট এর নমুনা
ফ্যামিলি সার্টিফিকেট ইংরেজি ও বাংলা ফরমেটের হয়। যেহেতু ইতালির জন্য ফ্যামিলি সার্টিফিকেট লাগবে সেহেতু ইংরেজি ভার্সনটা দরকার হবে। নিচে ইংরেজি ভার্সন এর একটি ফরমেট দেয়া হল।
এই ফরমেটটি ডাউনলোড করে আপানার সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। এবং এরপর আপানার স্থানীয় ইউপি সদস্য দিয়ে সত্যায়িত করে নিন।
ইতালির জন্য ফ্যামিলি সার্টিফিকেট PDF ও MS Word File
আমরা সকলের সুবিদার্থে এই সাফিকেটের PDF ফাইল এবং MS ফাইল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।
ফ্যামিলি সার্টিফিকেট মূলত এইভাবেই করা হয়। আপনি সঠিক তথ্য পূরণ করে সিল স্বাক্ষর দিলেই এটি যেকোনজায়গায় ব্যবহার করতে পারবেন।
কোন ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।
Leave a Reply