ব্যাকগ্রাউন্ড রিমুভ সফটওয়্যার বা অ্যাপ বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন বা ফটো এডিটের জন্য খুবই জনপ্রিয়। ব্যাকগ্রাউন্ডে থাকা অনাকাঙ্ক্ষিত অবজেক্ট খুব সহজেই মুছে ফেলা যায় এই সফটওয়্যার দিয়ে। গুগল প্লেস্টোরে বা অ্যাপল এপ স্টোরে অনেক ধরনের সফটওয়্যার পাওয়া যায়। আজকে এমন একটি অনলাইন সফটওয়্যার বা অ্যাপ দেখাবো যেখান থেকে মাত্র ৩০ সেকেন্ডে যেকোন ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন।
Remove.bg এটি একটি অনলাইন ভার্সন ব্যাকগ্রাউন্ড রিমুভ সফটওয়্যার। গুগল প্লেস্টোর লিংক এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। চলুন দেখে নেয়া যাক কিভাবে ইউজ করবেন।
Remove.bg এখানে ক্লিক করার নিচের ছবির মত দেখানো একটি পেইজ খুঁজে পাবেন। এবং সেখান থেকে Upload এ ক্লিক করে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে চান সেটি সিলেক্ট করুন।
আপলোড কমপ্লিট হওয়ার পর পরের পেইজে নিয়ে যাবে এবং ৫/৬ সেকেন্ড সময় নিবে আপানর ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ হতে। নিচের ছবিটি ফলো করুন-
ছবি ব্যাকগ্রাউন্ড রিমোভ হওয়ার পর ডাউনলোড বাটন খুঁজে পাবেন। এবং ডাউন করে নিন। ইমেজের ডিফল্ট এক্সটেনশন PNG থাকবে এটিই সেভ করুন রাখুন। উপরের ছবি দেখলে বুজতে পারবেন।
আশা করি আপনি এখন খুব সহজেই একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন।
Leave a Reply