আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা (ফ্রি, স্টুডেন্ট, ভিজিট বা কাজের ভিসা)

আমেরিকান ভিসা পাওয়ার যোগ্যতা নির্ভর করে ভিসার ধরনের উপর। আমেরিকার অনেক ধরণের ভিসা হয়। বাংলাদেশ থেকে আমেরিকার জন্য মূলত স্টুডেন্ট, ভিজিট এবং কাজের ভিসার জন্য আবেদন করা হয়। অনেকেই আবার ফ্রি ভিসার তথ্য খুঁজেন। কিভাবে আমেরিকায় ফ্রি ভিসা পাওয়া যায়? এসব তথ্য এখানে দেয়া হবে।

স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা

এমেরিকান স্টুডেন্ট ভিসা পাওয়া যোগ্যতা-

  • IELTS, TOEFL, GRE এর সার্টিফিকেট থাকা লাগবে। যদি না থাকে তাহলে MOI সার্টিফিকেট দিয়ে কাজ চালিয়ে নেয়া যাবে।
  • আমেরিকান কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির লেটার অথবা স্কলারশীপ ডকুমেন্টস।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • বৈধ পাসপোর্ট থাকতে হবে।
  • বয়স অবশ্যই ১৮ হতে হবে।
  • টিউশন, থাকা-খাওয়া, এবং অন্যান্য খরচ বহন করার সামর্থ্যের প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সরশিপ চিঠি, স্কলারশিপ)
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • মেডিকেল সার্টিফিকেট।
  • চারিত্রিক সনদ

এই ডকুমেন্টস গুলো থাকা আবশ্যিক। এছাড়াও প্রয়োজন অনুযায়ী অন্যান্য ডকুমেন্টস লাগরে পারে। সেগুলো এরেঞ্জ করে আমেরিকার এমব্যাসিতে যোগাযোগ করতে হবে । অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

ভিজিট ভিসার যোগ্যতা

আমেরিকায় ভিজিট ভিসা পাওয়ার জন্য যে সকল যোগ্যতা লাগবে

  • ভ্যালিড পাসপোর্ট।
  • ট্রাভেল ডকুমেন্ট- আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন সেগুলোর প্রমাণ হিসাবে ডকুমেন্ট থাকতে হবে। নয় ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
  • ব্যাংক স্টেটমেন্ট ।
  • IELTS এর সার্টিফিকেট।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • মেডিকেল সার্টিফিকেট।
  • কি কারণে ভ্রমণ করতে চান সেগুলোর বিস্তারিত তথ্য। সঠিক তথ্য না দিলে ভিসা এপ্রুভ হবে না।

বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক সময় আরও কিছু ডকুমেন্ট লাগতে পারে। এজন্য ভিসার এমবাসিতে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন কখনোই ফেইক তথ্য দিয়ে আবেদন করবেন না। করলে পরবর্তিতে সমস্যায় পড়বেন।

আমেরিকার কাজের ভিসা পাওয়ার যোগ্যতা

কাজের ভিসার জন্য আবেদন করতে যে যে যোগ্যতা লাগবে।

  • একটি ভ্যালিড পাসপোর্ট।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • অবশস্যই IELTS এর সার্টিফিকেট থাকতে হবে।
  • স্কিল প্রুফ বা কাজের দক্ষতার প্রমাণ হিসাবে ডকুমেন্টস।
  • কোন কোম্পানির রেফার থাকলে তার ডকুমেন্টস।
  • মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স ।

এমেরিকার ফ্রি ভিসা

এমেরিকার ফ্রি ভিসা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কেউ যদি আপানাকে স্পন্সার হিসাবে নেয়। আপনার পরিচিত কেউ অথবা কোন কম্পানি থেকে রেফার করলে আপনি ফ্রি ভিসা পাবেন। অনেক সময় বিভিন্ন লটারির মাধ্যমেও ফ্রি ভিসা পাওয়া যায়।

উপরের তথ্যগুলো বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *