আইইএলটিএস (IELTS) ছাড়া স্টুডেন্ট ভিসা- কোন কোন দেশে যাওয়া যায় দেখে নিন।

আইইএলটিএস Ielts ছাড়া বর্তমানে অনেক দেশেই স্টুডেন্ট ভিসা দিচ্ছে। বাহিরের দেশে স্কলারশিপ নিয়ে পড়তে Ielts এর স্কোর মিনিমাম ৬ থাকতে হবে। তবে অনেকেরই এই স্কোর উঠাতে হিমশিম খেতে হয়। তাই Ielts ছাড়া স্টুডেন্ট ভিসার রয়েছে অনেক চাহিদা।

আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা

আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা হয়কিনা এটার সত্যতা যাচাই করতে হবে। মূলত আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা হয় না তবে আপনি যেতে পারবেন।

এর জন্য, ভার্সিটি থেকে আপনাকে শুধু একটা MOI সার্টিফিকেট নিতে হবে। MOI সার্টিফিকেট আপনি IELTS এর অল্ট্রানেটিভ হিসাবে ব্যবহার করতে পারবেন।

Medium of Instruction (MOI) মিডিয়ায় ইন্সট্রাকশন সার্টিফিকেট হচ্ছে আপনার বাচেলর/বিএসসি/বিবিএ পড়াশোনার মাধ্যম যে ইংরেজীতে ছিলো সেটার প্রত্যয়ন/প্রমানপত্র /সার্টিফিকেট। আমাদের দেশে শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা মাধ্যমের কোর্স গুলা বাদে সব পাবলিক+প্রাইভেট ভার্সিটির ব্যাচেলর ইংরেজীতে।

Ielts ছাড়া কোন কোন দেশে যাওয়া যায়

IELTS ছাড়া ইউরোপের যে দেশগুলোতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন-

  • পোল্যান্ড
  • রোমানিয়া,
  • ক্রোয়েশিয়া
  • বুলগেরিয়া
  • সার্বিয়া
  • ইতালি
  • হাঙ্গেরি
  • পর্তুগাল
  • ফ্রান্স
  • গ্রিস
  • মালটা।

IELTS ছাড়া ইউরোপে বিশ্ববিদ্যালয়ের নাম

  • সিজেন বিশ্ববিদ্যালয়, জার্মান
  • কোবলেনজ এবং ল্যান্ডউ-এসলিংজেন বিশ্ববিদ্যালয়, জার্মান
  • আমেরিকান বিজনেস স্কুল, ফ্রান্স 
  • প্যারিস-ইবিএস প্যারিস, ফ্রান্স 
  • ইএসএআইপি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স, ফ্রান্স 
  • বোলোগনা বিশ্ববিদ্যালয়, ইতালি
  • মিলান পলিটেকনিক বিশ্ববিদ্যালয়, ইতালি
  • ঘেন্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়াম
  • মায়নুথ বিশ্ববিদ্যালয়, আয়ারল্যান্ড
  • আয়ারল্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটি

7 responses to “আইইএলটিএস (IELTS) ছাড়া স্টুডেন্ট ভিসা- কোন কোন দেশে যাওয়া যায় দেখে নিন।”

  1. Najmin Akther Avatar
    Najmin Akther

    Italy te ki IELTS cara jawa jabe hsc complete

  2. Tamanna Mili Avatar

    I passed ssc can i go

  3. NasrinAktherMoni Avatar

    London ielts cara jawa jay ki

  4. Fahad Avatar
    Fahad

    Europe eer je kono country te sohojei ki University te chance pawa jay?
    And University porar colakalin nijer khoroc nije calano jay?

  5. md maqsudur Rahman Avatar

    আমি মাস্টার্স করতে চাই,, অথবা অর্থনীতিতে ব্যাংকিং প্রোগ্রামের উপরে

  6. md maqsudur Rahman Avatar

    আমি ব্যাংকিং প্রোগ্রামের উপরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *